Saturday, March 15, 2025

দায়িত্ব নিয়েছেন খাওয়ার জন্য ছাড়ছেনও ভবিষ্যতে খাওয়ার জন্য: আসিফ-নাহিদের উদ্দেশ্যে তারেক

আরও পড়ুন

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও‌ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে আমজনতার দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেছেন, আপনাদের ‌দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা। দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যেও ক্ষমতা। দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে। আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার
জন্য।

শুক্রবার (৩১ জানুয়ারি) একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

কড়া সমালোচনা করে তিনি আরো বলেন, লজ্জা লাগে না দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন।দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন। ছাড়বেন কেন ক্ষমতা? ছাড়লে নিয়েছেন কেন?

আরও পড়ুনঃ  সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক

আমজনতার দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, আমার নাহিদ ভাইকে বলব, ছয় মাস সময় পেয়েছেন আপনি আপনারা সংস্কারে কথা বলছেন। আরে ভাই ছয় মাসে টেলিটকের যে সিম এটার তো উন্নতি করতে পারেন নাই।

তারেক রহমান বলেন, টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না। তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে ব্যস্ত ছিলেন। টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই।আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো।

আরও পড়ুনঃ  কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

এরপর তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে বলেন, আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল। উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। ১০৮ কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিলেন।

তিনি বলেন, আমার কথা আপনি কী সংস্কার করবেন। আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আবার শুনছি আপনারা নাকি দুইজনের দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দিবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি?

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ