Saturday, March 15, 2025

জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চান শামীম ওসমান?

আরও পড়ুন

২০২৪ সালের ০৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরই দলটির বহু নেতাকর্মী দেশ ছেড়েছে। একইভাবে আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়েছে বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চায় শামীম উসমান’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমান জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আসতে চাওয়ার দাবিটি সত্য নয় বরং, তার ২০২৩ সালের একটি ভিডিওবার্তার প্রেক্ষাপট ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে৷

আরও পড়ুনঃ  বঙ্গভবনে আন্দোলনের প্রয়োজন নেই, জনগণের মেসেজটি আমরা পেয়েছি

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘হাত জোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়৷

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাবেন উল্লেখ করে তিনি বলেন, “ফিরে আসব কি না আমি জানি না। আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে আমার বাবা-মাসহ পরিবারের অনেকে শুয়ে আছেন। আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন।”

আরও পড়ুনঃ  আয়নাঘরে ২১ দিন নির্যাতন করা হয় অভিনেত্রী নওশাবাকে!

পরবর্তীতে একই ঘটনায় ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনের ভিডিও চিত্রের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে৷

অর্থাৎ, ২০২৩ সালে প্রচারিত শামীম ওসমানের একটি ভিডিওবার্তার বক্তব্য ও ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷

এছাড়া, সাম্প্রতিক সময়ে শামীম ওসমানের ক্ষমা প্রার্থনা ও দেশে ফিরতে চাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  এক দিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি

সুতরাং, ২০২৩ সালের ভিন্ন ঘটনায় শামীম ওসমানের দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার ছবি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আসতে চায় দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ