Saturday, March 15, 2025

প্রজন্ম নব্বইয়ে প্রতারিত হয়েছে, আর প্রতারিত হতে চায় না: আব্দুল হান্নান মাসুদ

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, “আমরা নব্বইয়ের মতো আবার প্রতারিত হতে চাই না। ৯০-এর আন্দোলন আমাদের শিক্ষা দিয়েছে এবং এই প্রজন্ম বারবার সেই ভয় পেয়ে যাচ্ছে যে, ২০২৪-এ আবার কোনো ধরনের প্রতারণা হতে পারে।”

তিনি বলেন, “আজকের পরিস্থিতিতে বিএনপি ও জামাতের সঙ্গে সরকার আলাপ-আলোচনা করতে পারছে না, অথচ অনেক বড় রাজনৈতিক দলেরও এ ব্যাপারে ভূমিকা থাকা উচিত। ছাত্র আন্দোলনে যে ঐক্য ছিল, তা এখন টলমল।”

আরও পড়ুনঃ  আ. লীগের কর্মসূচি ঘিরে কঠোর বার্তা দিলেন প্রেস সচিব

তিনি আরো বলেন, “এ সরকার যখন বলে যে, রাজনৈতিক দলগুলো সংলাপে যোগ দিতে প্রস্তুত, তখন জনগণের মতামত এবং সুশীল সমাজের মূল্যায়নও প্রয়োজন। সরকার যদি এককভাবে সব সিদ্ধান্ত নিয়ে নেয়, তবে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে।”

মাসুদ একথাও উল্লেখ করেন যে, এই নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন কায়েম হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে চ্যালেঞ্জ করবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ