Tuesday, March 18, 2025

জানা গেল কোন দলের সাথে জোটবদ্ধ হবে ছাত্রদের দল!

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। অংশ নেবে আসন্ন জাতীয় নির্বাচনে। দলটির কাঠামো গঠনতন্ত্র ও ঘোষণাপত্রও তৈরির কাজও চলমান। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, নতুন এই রাজনৈতিক দলটির জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে। কিন্তু কোন দলের সাথে জোটবদ্ধ হবে নতুন এই দলটি?

৫ আগস্ট এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। আর তারপরই আলোচনায় ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে। জানা গেছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে দলটির। এরই মধ্যে দলটির কাঠামো গঠনতন্ত্র ও ঘোষণাপত্রও তৈরির কাজও চলমান।ছাত্রদের নেতৃত্বে নতুন এই দল নিয়ে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে সামনে আসছে আসন্ন নির্বাচনে অন্য কোনও দলের সাথে জোটবদ্ধ হতে পারে দলটি।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ভাতা দেওয়ার অঙ্গীকার

বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় একটি দৈনিককে আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের ভোট যুদ্ধে ফল যাই হোক, জুলাই বিপ্লবকে ধারণ করার অঙ্গীকার রয়েছে আমাদের। নতুন রাজনৈতিক জোটে যোগ দিতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি।

তবে দলের নাম গঠনতন্ত্র এবং কোন দলের সাথে জোটবদ্ধ হবে তা জানিয়ে ছাত্রনেতা। জানা গেছে, আগামী ১৫ ই ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে দলটির। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জানা গেছে, দলটির নেতৃত্বে আসতে পারেন তিনি ।

আরও পড়ুনঃ  সরকারের মেয়াদ আরও স্পষ্ট করলেন ড. ইউনূস

এরই মধ্যে দলটির গঠনতন্ত্র নিয়েও কাজ চলমান। জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, দেশের বাইরে, বিশেষ করে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সব রাজনৈতিক দল গঠন হয়েছে, সেসব দলের গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। এই তালিকায় আছে তুরস্কের এরদোয়ান থেকে পার্টি। পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি এবং ইন্দোনেশিয়ান আন্না হাদা পার্টির গঠনতন্ত্র ।মূলত এই তিন দলের গঠনতন্ত্র মূলনীতি মতো ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক গণতন্ত্রের সমন্বয়। আর এই তিন দলের গঠনতন্ত্র অনুসরণ করেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দলটি ।

আরও পড়ুনঃ  ইমিগ্রেশনে আটকে দেয়ার বিষয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

এদিকে জুলাই আন্দোলনের পর থেকেই দেশের ইসলামী দলগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের সখ্যতা বেশ ঘনিষ্ঠ। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, ছাত্রদের দলটি জোটবদ্ধ হলে সেসব ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সেটিও বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ