Saturday, March 15, 2025

কন্যার নামে সম্পদ, বরখাস্ত জেনারেল জিয়াউল আহসানের সম্পদ নিয়ে নতুন রহস্য

আরও পড়ুন

টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে সন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক।

সম্প্রতি জুলকারনাইন সায়ের খান, যিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী, জিয়াউল আহসানের বিরুদ্ধে তার মেয়ের মাধ্যমে সম্পদ আত্মসাৎ এর তথ্য সামনে নিয়ে আসেন।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে কিছু ছবি যোগ করে বলেন, ১৯ বছর বয়সী কন্যা তাসফিয়া আহসান জয়িতা’র নামে বরখাস্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের সম্পদের কিছু অংশ।

আরও পড়ুনঃ  বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

গত ১৫ আগস্ট রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এর মধ্যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা আছে।

উল্লেখ্য, গত ১৫ বছর আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তা জিয়াউল আহসান সর্বশেষ এনটিএমসির মহাপরিচালক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিন তাঁকে এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে, গত ১৩ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ