ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার (২৬ জানুয়ারি) রাতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এ ইস্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
আলোচিত এ ইসলামী বক্তা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে, দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব, ইনশাআল্লাহ।’
তার এই স্ট্যাটাসটি সঙ্গে সঙ্গে নজর কেড়েছে নেটিজেনদের। তারা মন্তব্যের ঘরে একাত্মতা প্রকাশ করে ইতিবাচক বিভিন্ন মতামত জানিয়েছেন সেখানে। কেউ কেউ আবার শিক্ষার্থীদের মধ্যকার ঐক্য বজায় রাখার পরামর্শও দিচ্ছেন।
এদিকে আগের দিন রোববার সন্ধা সাড়ে ৬টা থেকে রাজধানী ঢাকার সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার সড়কও অবরোধ করা হয়। পরে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। তবে রাত পোহাতেই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন―এ অভিযোগে সায়েন্সল্যাব অবরোধের পর শিক্ষার্থীরা প্রো-ভিসির বাসভবনের দিকে যেতে চাইলে মুখোমুখি অবস্থান নেয়াকে কেন্দ্র করেই রোববার রাতে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এ উত্তেজনাকে কেন্দ্র করে রাতেই জরুরি মিটিং করে বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।