Saturday, March 15, 2025

বিএনপি ও ছাত্রনেতাদের যে বার্তা দিলেন আসিফ নজরুল

আরও পড়ুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক পেজে একটি পোস্টে বিএনপি এবং ছাত্রনেতাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা দূরত্বের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। রবিবার (২৬ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই আহ্বান জানান।

পোস্টে আসিফ নজরুল বলেন, বিএনপি ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কোনো কর্মকাণ্ডে আগ্রহী নয় এবং ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের হানিমুনের সময় শেষ, বাড়ছে চাপ: আইসিজি

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এবং এটি গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত প্রতিফলিত করতে ছাত্রনেতাদের ইচ্ছা রয়েছে।

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন-কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন, এবং সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই।”

এছাড়া, তিনি সতর্ক করে বলেন, গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা, অনেক অন্ধ স্তাবক, সুবিধাবাদী গোষ্ঠী এবং শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক। আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের দোসরা পরিস্থিতি কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি। গত দু‘দিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির

অধ্যাপক আসিফ নজরুল এই পোস্টে আরো বলেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, তবে তা যেন বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে না ওঠে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ