Saturday, March 15, 2025

‘পদত্যাগ’ করেছেন ড. ইউনূস, ইন্টারনেটে প্রচারিত এমন দাবিটি নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

সম্প্রতি ইন্টারনেটে একটি পদত্যাগপত্রের ছবি ভাইরাল হয়েছে। যেটি সামাজিক মাধ্যম ফেসবুক ছাড়াও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে পোস্ট করে দাবি করা হচ্ছে- পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি বরাবর দেয়া ওই পদত্যাগপত্রের ছবিটি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারের পাশাপাশি দাবি করা হচ্ছে- পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধান উপদেষ্টা।

তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া পদত্যাগপত্রের ছবিটি আসল নয়। নানা অসঙ্গতিপূর্ণ ওই পদত্যাগপত্রটি ভুয়া। এমনকি ইন্টারনেটে প্রচারিত ‘বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে ড. ইউনূসের পদত্যাগপত্র পাঠানোর’ দাবিটিও সঠিক নয়।

আরও পড়ুনঃ  যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর ৩ হাজার কোটি টাকার সম্পদ

এ নিয়ে অনুসন্ধানকালে পদত্যাগপত্রটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইন্টারনেটে প্রচারিত পদত্যাগপত্রের চিঠিটিতে বেশকিছু অসঙ্গতি রয়েছে। এরমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উন্মুক্ত একাধিক প্যাডের সঙ্গে মিলিয়ে দেখলে ইন্টারনেটে প্রচারিত ওই পদত্যাগপত্রের তারিখের ফরমেটে মিল পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্যাডগুলোয় তারিখের ঘরে ওপরের দিকে বাংলা মাসের এবং নিচের দিকে ইংরেজি মাসের তারিখ লেখা থাকে।

তবে ইন্টারনেটে প্রচারিত পদত্যাগপত্রের চিঠিটিতে ইংরেজি ও বাংলা তারিখ পাশাপাশি লেখা রয়েছে। এছাড়াও আলোচিত চিঠিতে ব্যবহৃত ফন্ট এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্যাডে ব্যবহৃত ফন্টের মধ্যেও মিল পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ভারতকে কী উপহার দেয়ার কথা বললেন সালমান মুক্তাদির

অনুসন্ধানে আরও জানা যায়, বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের কাছে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগপত্র জমা দেয়ার দাবিটিও সঠিক নয়। ওই বেসরকারি টেলিভিশনের কোনো সাংবাদিকের কাছে পদত্যাগপত্র জমা দেননি প্রধান উপদেষ্টা। অর্থাৎ, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেই বহাল রয়েছেন। সুতরাং, ড. ইউনূসের পদত্যাগ করেছেন এমন দাবিতে ইন্টারনেটে প্রচারিত ওই পদত্যাগপত্রের চিঠিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

উল্লেখ্য, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত ২০ জানুয়ারি রাতে সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে শনিবার বিকেল দেশে ফিরেছেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ