Saturday, March 15, 2025

যুবদল নেতার চাঁদাবাজির হুমকি থেকে প্রতিকার চাইলেন ব্যবসায়ীরা

আরও পড়ুন

যুবদল নেতার চাঁদাবাজির হুমকি থেকে প্রতিকার চেয়েছেন পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পুরান ঢাকার মৌলভীবাজার বাজারটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপরে গড়ে উঠেছে। আমরা সেখানে যুগ যুগ ধরে ব্যবসা করে আসছি শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে বাজারটি ইজারা দেওয়া হয়েছে উল্লেখ করে তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে এবং আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর শেখ মো. আলঙ্গীরের নেতৃত্বে আওয়ামী লীগের পতনের কয়েক বছর আগ থেকেই জোরপূর্বক চাঁদা আদায় করতো। দোকানদার সমিতি তার প্রতিবাদ জানালে ব্যবসায়ীদের হত্যার হুমকি দেওয়া হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর মৌলভীবাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজ মুক্ত হই।

আরও পড়ুনঃ  যেভাবে গঠন হবে নতুন সরকার

বক্তারা আরও বলেন, কিন্তু সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে দিয়ে চকবাজার থানার যুবদলের আহ্বায়ক শাহ আলমকে খাস আদায়ের নামে চাঁদা আদায় জন্য অনুমতি দিয়েছে বলে জানতে পারি। এই বেআইনি কর্মকাণ্ডের জন্য আমরা দোকানদার সমিতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের বরাবর আবেদন করি এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার ফারাবির সঙ্গে দেখা করে জানাই যে, বাজারটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ওপর গড়ে উঠেছে। সম্পত্তি সংক্রান্ত- সি.এস- এস.এ. আর.এস এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে আমাদের মালিকদের নাম উল্লেখ করা আছে।

আরও পড়ুনঃ  মুচকি হেসে সালমান বলেন, ‘নেত্রী কী বার্তা দিয়েছেন’

তারা বলেন, বাজারটি সিটি করপোরেশনের মালিকানাধীন না হওয়া সত্ত্বেও স্থানীয় যুবদলের নেতা চকবাজার থানা আহ্বায়ক শাহ আলম (লাকি) সিটি করপোরেশনের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে আমাদের দোকানদারদের কাছ থেকে খাস আদায়ের নামে বেআইনিভাবে চাঁদা আদায়ের জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ