Tuesday, March 18, 2025

অজ্ঞাত নম্বর থেকে ফের হুমকি, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

আরও পড়ুন

অজ্ঞাত একটি নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপের বার্তাকে কেন্দ্র করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ফের জোরদার করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বুধবার দিবাগত রাত ১টার দিকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম বলেন, এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপ থেকে নতুন করে একটি হুমকি পাওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে বিমানবন্দরে সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান কামরুল ইসলাম। তিনি বলেন, বিমানবন্দরের সকল বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশকে ইউরোপ বানাতে ৫ বছরের বেশি লাগবে না: ফরহাদ মজহার

এরআগে, আজ বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে একটি বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৩৬ উড়োজাহাজে উচ্চ মাত্রার ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়ামাত্রই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়।

সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি শাহজালালে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল, কুইক রেসপন্স ফোর্সসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন। পরে ফ্লাইটের ভেতর থেকে আড়াইশো যাত্রী ও ১৩ ক্রুসহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বিচার : মৃত্যুদণ্ড চায় না এইচআরডব্লিউ

সকাল সাড়ে ১০ টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। তারা ১১ টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেট ক্লিয়ার হয় দুপুর সাড়ে ১২টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর দেড়টায় ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ