Saturday, March 15, 2025

আওয়ামী লীগতো নিষিদ্ধ দল অলরেডি আছেই,নতুন করে নিষিদ্ধ করার প্রয়োজন নেই:আমান আজমী

আরও পড়ুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির, প্রয়াত গোলাম আজমের ছেলে, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগ তো আগে থেকেই নিষিদ্ধ দল, তাই নতুন করে তাদের নিষিদ্ধ করার কোনো দরকার নেই।

তিনি লিখেছেন, “শেখ সাহেব ‘গণতন্ত্র’ ও ‘জনগণ’-এর দোহাই দিয়ে ক্ষমতায় গিয়ে নির্বিচারে জনগণকে হত্যা করেছেন এবং ১৯৭৫ সালের জানুয়ারিতে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন। শেখ সাহেব নিজেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গেছেন। ‘আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল অলরেডি আছেই’। কাজেই, নতুন করে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তো কোনো প্রয়োজনই নেই।”

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক

উল্লেখ্য, আবদুল্লাহিল আমান আজমী বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির, প্রয়াত অধ্যাপক গোলাম আজমের মেঝো ছেলে। তিনি ২০১৬ সালে গুমের শিকার হন এবং রাখা হয় আয়নাঘরে। অসহযোগ আন্দোলন (২০২৪)-এর মাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে, পরের দিন ৬ আগস্ট তাকে মুক্তি দেওয়া হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ