Saturday, March 15, 2025

২০২৫ সালে নির্বাচন সম্ভব? যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আরও পড়ুন

অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া টকশো’তে নির্বাচন ও সংস্কার নিয়ে কথা বলেছেন।

শফিকুল আলম উপস্থাপকের, জনাব শফিকুল আলম আপনার অনেক ব্যস্ততা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একেবারে প্রেস সচিব। একেবারে মুখপাত্র। সেই জায়গা থেকে সরকারপ্রধানের জায়গায় আপনি কাজ করেন।আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে সংস্কার বনাম নির্বাচন দুটোই প্রয়োজন৷ সম্ভব কি এই বছর?

প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, না আমরা তো সংস্কারের ক্ষেত্রে, আমরা আমাদের পুরো রোডম্যাপটা দিয়েছি। আবার নির্বাচনের ব্যাপারেও দুটো রোড ম্যাপ দেওয়া হয়েছে। যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে ,না আমাদের কম সংস্কারেই হবে আমরা নির্বাচনে যেতে চাই।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে : উপদেষ্টা আসিফ মাহমুদ

তার আগেই তাহলে প্রফেসর ইউনূস বলেছেন, এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।আবার যদি পার্টিগুলো মনে করে না এটা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। একে দিয়ে আমরা আরও কিছু রিফর্ম করিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা ওনি বলেছেন যেটা জুন ২০২৬ এর মধ্যে ইলেকশনটা সম্ভব।

আর সংস্কারের ব্যাপারে প্রফেসর ইউনূস যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ৬ টা যে মূল কমিশন তাদের রিপোর্টগুলো আমরা এখন পাওয়ার কথা ছিল। ডিসেম্বর ৩১ এর মধ্যে। কিন্তু কথা হচ্ছে অনেকদিন কাজ করে অনেকে কমপ্লিট করতে পারেননি।এবং এটা পুরোপুরি কাজটা আসলে শেষ হবে, আমরা আশা করছি মিড ফেব্রুয়ারিতে।

আরও পড়ুনঃ  আমেরিকায় বসে তুমি বেশি বুইঝো না, সোহেল তাজকে শেখ হাসিনা

তিনি আরো বলেন যে মিড ফেব্রুয়ারিতে কাজটা পাওয়ার পরে উনি অলরেডি একটা কনসেনশাস কমিশন করেছেন৷ এটা নিয়ে কনসেনশাস কমিশন করে বাংলাদেশের যে সমস্ত পলিটিক্যাল পার্টি এবং অন্য যারা স্টেকহোল্ডার আছে তাদের সাথে বসে ওনারা একটা কনসেনসাসে আসবেন। আমরা আসলে কতটুকু রিফর্ম ইমপ্লিমেন্ট করব এই কতটুকু রিফর্মটা যে যতগুলি ধরেন সবগুলো ৬ টা কমিশনের থেকে সব মিলিয়ে রিফর্মের প্রোপোজাল আসলো ২,৭২২।

মনেকরেন, এখন প্রত্যেকটা পার্টি মিলে বসে বলল যে না, দিজ আর দ্যা ডু এ্যাবল দিজ আর নট ডু এ্যাবল দিয়ে ওনার বললো যে , আমরা শুধু মাত্র ৫২২ করবো।২,৭২২ আমরা করব না।৫২২ পলিটিক্যালপার্টিরা ডিসাইড করবে এবং ৫২২ যেটা হবে সেটা হচ্ছে উনি যেটা বলেছেন যে এই ৫২২ নিয়েই প্রত্যেকটা পলিটিকাল পার্টি সাইন করবে। সাইন করলে একটা চার্টার হবে। এই চার্টার এর নামটা হবে জুলাই চার্টার।

আরও পড়ুনঃ  গুজবে কান দেবেন না, আমরা নিজ নিজ জায়গায় আছি: আসিফ নজরুল

আগে ইলেকশন হবে এখানে ৫২২ টার মধ্যে।কিছু ইমপ্লিমেন্ট হয়। বাকিগুলো যারা ধরেন যেই ১ টা কমেন্ট আসবে তারা করবে তারা করবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ