Saturday, March 15, 2025

শনির আখড়ায় দনিয়া কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

রাজধানীর শনির আখড়ায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু শামীম জানান, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুইদিন আগে ‘কিং মাহফুজ তানজিল’ নামে একজনকে মারপিট করেছিলেন তিনি। আজ এ বিষয় নিয়ে সবাই মিলে বসে মীমাংসার কথা ছিল। ওই সময় কিং মাহফুজ, শাহ আলম, শাওন, সাইফুলসহ বেশ কয়েকজন মিনহাজকে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  পাচার হওয়া অর্থ ফেরাতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান ড. ইউনূস

তিনি আরও জানান, মিনহাজ যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারের সাথে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ