Saturday, March 15, 2025

কারাগার থেকে শেখ হাসিনার নামে বার্তা দিলেন সালমান এফ রহমান!

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে কারাগার থেকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এসব নেতৃবৃন্দ কারাগারে থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলে দাবি করা হচ্ছে। সালমান এফ রহমান আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে ‘প্রস্তুত’ থাকার নির্দেশনা দেন। অন্যদিকে, পলক কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে ‘গোপন বার্তা’ পাঠান।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলল জাতিসংঘ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় সোমবার সকাল ১০টা পর্যন্ত সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সকাল ৯টা ৫৭ মিনিট থেকে ১০টা ২২ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই ১০ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় আসামি দাঁড়িয়ে থাকতেই তাদের আইনজীবীরা কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, অথচ বিচারক তখনো আদালতে উপস্থিত হননি।

আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের

এই সময়ে সালমান এফ রহমান তার আইনজীবী গোলাম মোনতাজা ও মুকুলসহ আরও কয়েকজনকে কাছে ডেকে বলেন, ‘শ্রমিকদের কী খবর? এরা কী করতেছে? সরকার ৪০ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে। ১০ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক। এখন দেশের যে অবস্থা।’

এর পর আইনজীবীরা তাকে দেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেন, ‘গতকাল ইবতেদায়ি শিক্ষকদের মারধর করা হয়েছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, দুইজন নিহত হয়েছে।’ তখন তিনি মুচকি হেসে বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) কী বার্তা দিয়েছেন?’ আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি আবারও বলেন, ‘নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন।’

আরও পড়ুনঃ  ’৭১-এর পর জন্ম নেওয়া জামায়াতকর্মীদের বিচার করা হবে না : আইনমন্ত্রী

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ