Saturday, March 15, 2025

ইতিহাস ভুলে আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান: চালু হবে বিশেষ পরিষেবা

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে ক্রমশ সম্পর্ক মজবুত হচ্ছে বাংলাদেশের। আর এবার এই সম্পর্ককে নিয়ে এক ধাপ এগিয়ে চিন্তা ভাবনা দু’দেশের। পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করার লক্ষ্যে বাংলাদেশর।

শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি সাংবাদিক সম্মেলন হয়। আর সেখান থেকেই পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মহম্মদ ইকবাল হুসেন বিমান পরিষেবা নিয়ে বিরাট ঘোষণা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দুদেশের সম্পর্ককে আরও মজবুত করতে এই পদক্ষেপ। এমনকি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিমান পরিষেবা শুরু হলে ভ্রমণ এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে বলে জানা যায়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

যদিও এই বিমান পরিষেবা কবে চালু হবে এই নিয়ে কোনও সঠিক সময় ঘোষণা করা হয়নি। তবে হুসেন জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হওয়ার ফলে পর্যটন, শিক্ষা থেকে শুরু করে বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতেও বিশাল বিনিয়োগও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন। তাঁর মতে, এই পরিষেবা চালু হলে বিশেষ করে দু’দেশের আর্থিক সম্পর্ক দৃঢ় হবে।

আরও পড়ুনঃ  ইমরান-এরদোয়ানকে অনুসরণ করবে ছাত্রদের নতুন দল

পাশাপাশি দু’দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির সম্পর্কেও জানিয়েছেন বাংলাদেশি হাইকমিশনার। তিনি বলেছেন ”পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে।” এতদিন বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচি রুটে পণ্যবাহী বিমান চলাচল করত। কিন্তু এবার থেকে সরাসরি যাত্রীবাহী উড়ান পরিষেবার কথা ঘোষণা করলেন হুসেন। আর এতে ইসলামাবাদ এবং ঢাকার সঙ্গে দূরত্ব কমলেও, দিল্লির সঙ্গে দূরত্ব যে বাড়বে সে কথা স্পষ্ট।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ