কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে অফিসে থাকা সব নথিপত্র, আসবাবপত্রসহ স্থাপনা।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে আনুমানিক ৪টার দিকে জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্রাফিক পুলিশ অফিসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্তের পর জানা যাবে
আপনার মতামত লিখুনঃ