ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানি জাতির সঙ্গে অন্যান্য জাতির পার্থক্য হলো – আমেরিকা যে আগ্রাসনকারী, মিথ্যাবাদী, প্রতারক ও উপনিবেশবাদী, এই সত্য কথা বলার সাহস ইরানের আছে। ইরানই বিশ্বের একমাত্র দেশ যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে এবং দেশটিকে আসল নামে ডাকে।
৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোরআনের শীর্ষ শিক্ষক ও আবৃত্তিকারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আলি খামেনি বলেন, আমেরিকা আগ্রাসনকারী, মিথ্যাবাদী, প্রতারক ও উপনিবেশবাদী এবং তারা কোনো মানবিক নীতি মেনে চলে না।
তিনি বলেন, গত ৪৬ বছর ধরে বিশ্বের সকল দাম্ভিক শক্তির বিরুদ্ধে ইরানের ধৈর্য ও অধ্যবসায় দেশকে ব্যাপক প্রবৃদ্ধি এনে দিয়েছে।
ভাষণের অপর এক অংশে ইহুদিবাদী সরকার ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজার জনগণের বিজয়কে ‘অসম্ভবকে সম্ভব অর্জনের’ উদাহরণ হিসেবে বর্ণনা করেন সর্বোচ্চ নেতা। খামেনি বলেন, যুদ্ধের আগে কেউ বিশ্বাস করত না যে, গাজার ক্ষুদ্র ভূখণ্ডের ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের মতো একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং বিজয়ী হবে। কিন্তু এই অসম্ভব কাজটি আল্লাহর ইচ্ছায় সম্পন্ন হয়েছে।