Saturday, March 15, 2025

পতিতা পল্লি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

জামালপুরে পতিতা পল্লি থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নিজ বাড়ি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতাও গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পতিতা পল্লি থেকে গ্রেপ্তার ওই নেতার নাম মাসুদ পারভেজ মুকুল। তিনি জেলার মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।

আরও পড়ুনঃ  ইসরায়েল পর্যন্ত পৌঁছতে সক্ষম এমন যুদ্ধবিমান হাতে পেয়ে গেল ইরান

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জুলাই-আগস্টের ঘটনায় করা দুই মামলায় এজাহার ভুক্ত আসামি। জুলাই-আগস্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ পারভেজ মুকুলের বিরুদ্ধে।

সাইফুল ও মুকুলকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক।’

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে শহরের দেওয়ানপাড়ায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেপ্তার করে গতকালই আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ