Tuesday, March 18, 2025

গর্ভবতী নারীসহ একই পরিবারের ১০ সদস্যকে গুলি করে হত্যা

আরও পড়ুন

আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক গর্ভবতী নারীসহ একই পরিবারের ১০ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে খোস্ত প্রদেশের আলিশার জেলার বুখানি গ্রামে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অজ্ঞাত বন্দুকধারীরা একই পরিবারের ১০ সদস্যকে গুলি করে হত্যা করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন যিনি একসঙ্গে তিন সন্তান জন্মের আশা করছিলেন। সূত্র আরও জানিয়েছে যে, ওই নারীর আগামী চার-পাঁচদিনের মধ্যে সন্তান প্রসবের কথা ছিল।

আরও পড়ুনঃ  মুসলিম দেশ জর্ডান কেন ইসরায়েলকে সাহায্য করছে?

খোস্ত প্রদেশের তালেবান কর্মকর্তারাও ঘটনা নিশ্চিত করেছেন। জানানো হয়েছে যে, খোস্ত প্রদেশের আলিশার জেলায় অজ্ঞাত বন্দুকধারীরা নারী ও শিশুসহ একটি পরিবারের ১০ সদস্যকে হত্যা করেছে। ওই পরিবারের মাত্র একটি শিশু জীবিত আছে।

হামলার আগে পরিবারটি পাকতিয়া প্রদেশ থেকে খোস্তের আলিশার জেলায় এসেছিল। সূত্র জানিয়েছে, পরিবারটির অন্য পরিবার বা ব্যক্তি সাথে বিরোধের ইতিহাস ছিল, যা আক্রমণে ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সহিংস অপরাধ বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে এই ঘটনাটি ঘটল, যা এই অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে তালেবান কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ