Saturday, March 15, 2025

ফেসবুক লাইভে হুমকি: ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, ধরে এনে পেটাব’

আরও পড়ুন

চট্টগ্রাম ব্যুরো:

ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে পেটানোর হুমকি দিয়েছেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ নামের এক সন্ত্রাসী। এ ঘটনায় ওসি বাদী হয়ে বায়েজিদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেন তিনি।

২ মিনিট ২৭ সেকেন্ডের লাইভে সাজ্জাদ হোসেন ওসি আরিফ হোসেনকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অকথ্য গালিগালাজ করার পাশাপাশি হত্যার হুমকি দেন। বলেন, ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, আপনাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাব। প্রয়োজনে আমি মরে যাব। কিন্তু হার মানব না।’

আরও পড়ুনঃ  পদ নেই বলে দানের অ্যাম্বুলেন্স ফেরত নিলেন আ.লীগ নেতা

সন্ত্রাসী সাজ্জাদ লাইভে জানান, ওসির বিরুদ্ধে তদন্ত করতে তিনি পুলিশ কমিশনারকে বলেছেন, বদলির কথাও বলেন। তার ছেলে মারা গেছে, সাজ্জাদের স্ত্রী ওসির বিরুদ্ধে হয়রানির মামলা করেছে। সেজন্য ওসি সব মামলায় সাজ্জাদের নাম ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ