Saturday, March 15, 2025

সেই সুমাইয়ার মেডিকেলে ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা

আরও পড়ুন

পাবনা মেডিকেল কলেজে মেধাতালিকায় ভর্তির সুযোগ পাওয়ার পরেও অর্থনৈতিক কারণে শঙ্কায় থাকা সেই মেধাবী সুমাইয়া হোসেন শামার ভর্তির যাবতীয় দায়িত্ব নিলেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী।

রোববার (২৬ জানুয়ারি) সকালে নাটোরের সদর উপজেলার ছাতনী ইউনিয়নের হারিগাছা গ্রামে সুমাইয়ার হাতে ভর্তির যাবতীয় খরচ তুলে দেন তিনি। এর আগে গতকাল (২৫ জানুয়ারি) ‘মেডিকেলে পড়ার সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত সুমাইয়ার’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। এসময় সুমাইয়ার বাবা শাহাদত হোসেন, মা শামীমা আক্তার ও ঢাকা পোস্টের নাটোর প্রতিনিধি গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঢাকায় মসজিদ দখল করতে হামলা, আহত ৫

বিএনপি নেতা জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তির ব্যবস্থা করতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে। আসলে আমার টাকায় ভর্তি হচ্ছে এটার চেয়ে একজন মেধাবী শিক্ষার্থী মেডিকেলে পড়ালেখা করবে এটাই বড় কথা। আমরা তো জনগণের জন্যই রাজনীতি করি। গতকাল ঢাকা পোস্টের সংবাদটি আমার নজরে এলে আমি তখনই সুমাইয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করি ও খোঁজখবর নেই। মেয়েটি অত্যন্ত মেধাবী। মেডিকেলে লেখাপড়া চলাকালীন সুমাইয়ার পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এই নেতা।

আরও পড়ুনঃ  ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য!

সুমাইয়ার বাবা শাহাদত হোসেন ঢাকা পোস্টকে বলেন, সহায় সম্পত্তি বলতে তেমন কিছু নেই আমার। সুমাইয়ার ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। সম্প্রতি পাবনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছে তার। কিন্তু অর্থনৈতিক টানাপোড়েনে তার ভর্তির খরচ যোগানো নিয়ে চিন্তায় ছিলাম। বিষয়টি নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রচারিত হলে অনেকেই সুমাইয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা বাবুল ভাই ভর্তির যাবতীয় খরচ প্রদান করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই ঢাকা পোস্টসহ সব গণমাধ্যমকে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ