Saturday, March 15, 2025

জ্বালানি সংকটে ২০০ কারখানা বন্ধের পথে: বিসিআই

আরও পড়ুন

গত এক বছরে জ্বালানি সংকট, রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটসহ নানা কারণে বন্ধ হয়ে গেছে ১০০টি তৈরি পোশাক কারখানা। আরও ২০০টি এ বছর বন্ধের পথে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

শনিবার রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিসিআই সভাপতি বলেন, ‘উদ্যোক্তা বা নতুন যারা আসতে চাচ্ছে তারা যাতে হতাশ না হয়, প্যানিকড না হয় সেটার জন্য আমরা মনে করি সরকারের যে দু–চারটা কমেন্ট আসে, সেগুলো বিভ্রান্তিমূলক এবং সেগুলো সবাইকে বরং আরও ক্ষতিগ্রস্ত করবে।’

আরও পড়ুনঃ  অবশেষে জানা গেল দেশের প্রকৃত রিজার্ভ কত

আনোয়ার-উল আলম চৌধুরী জানান, উৎপাদন খাতকে টেকসই, গতিশীল ও উন্নত করতে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে সরকারকে প্রস্তাব দেওয়া হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিআইয়ের সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক পরিসংখ্যান সঠিকভাবে উপস্থাপন হচ্ছে না, যার কারণে বর্তমান সংকট মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই ব্যবসায়ী নেতা বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে স্থায়ী সমাধান সম্ভব নয়। খুব শিগগিরই উন্নয়নশীল দেশের কাতারে না যাওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ