Saturday, March 15, 2025

ইসলাম ধর্ম গ্রহণ করে যা বললেন দেব চৌধুরী

আরও পড়ুন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মসজিদটির খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

ইসলাম গ্রহণের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন,

কারও প্ররোচনা, প্রলোভন বা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং জেনে-বুঝেই ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

তিনি আরও বলেন,

আমি অনেক আগ থেকে ইসলামকে ফলো করতে শুরু করি। ব্যাপক পড়াশোনা করেছি, ইসলাম সম্পর্কে জেনেছি। পড়াশোনা করে জানার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করবো। এখন আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটি ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কী হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ