Saturday, March 15, 2025

ট্রাম্পের বিজনেস পার্টনার কী বার্তা দিলেন বাংলাদেশকে?

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রতি আরও সুদৃঢ় হয়েছে। এরই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচ সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকায় আসেন।

সফরকালে জেন্ট্রি বিচ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।

জেন্ট্রি বিচ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  অবস্থান বদল ইসরায়েলের, যুদ্ধবিরতির পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা

এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের আরও সম্প্রসারণের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, জেন্ট্রি বিচের এই সফরের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হতে পারে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ