Saturday, March 15, 2025

নবাবগঞ্জে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম

আরও পড়ুন

ঢাকার নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন অন্তর। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি এলাকায় তাঁর ওপর এ হামলা হয়। গুরুতর আহত নাজমুল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাজমুল নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের মানিক বেপারীর ছেলে।

আহত নাজমুল জানান, শনিবার দোহারের জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার ওয়াজ মাহফিল শেষে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। মোটরসাইকেল করে রাহুৎহাটি আসার পর মুখোশ পরা দুই ব্যক্তি তাঁর গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দেখে নাজমুল মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেস্টা করলে পেছন থেকে তাকে আঘাত করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে হাত ও পায়ে জখম নিয়ে নাজমুল পাশ্ববর্তী জাগরণী চক্র ফাউন্ডেশনে আশ্রয় নিলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  মোদী বাদ, ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প!

জাগরণী চক্র ফাউন্ডেশনের সদস্যরা নাজমুলকে প্রথমে বান্দুরা মডার্ন ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ার রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আজ রোববার দুপুর দেড়টা নাগাদ নাজমুলের অস্ত্রোপচার হয়েছে।

সকালে হামলাস্থল পরিদর্শন করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। এ সময় স্থানীয়দের সহায়তায় একই ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে নাজমুলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে তাঁর মোবাইল ফোনটি এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আ.লীগের লিফলেট বিতরণ আমার অধিকার, বললেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত শুরু করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ