রাতে দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যাই। মধ্যরাতে একজন কল দিয়ে বলল আমার দোকান আগুন লেগেছে। তারপর ছুটে গিয়ে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কষ্ট করে দোকানে মালামাল তুলেছিলাম সব আগুনে পুড়ে ছাই হয়ে গেল৷ এভাবেই নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সব হারানোর বর্ণনা দিচ্ছিলেন ব্যবসায়ী কমল কৃঞ্জ রায়।
ঢাকা পোস্টকে তিনি বলেন, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ বাজারের কৃষি ব্যাংকের সামনের মার্কেটে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর মধ্যে একটি দোকান ছিল কমল কৃঞ্জ রায়ের।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কিশোগঞ্জ উপজেলা শহরের কৃষি ব্যাংকের সামনে বন্ধ থাকা ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বস্ত্র বিতান, লাইব্রেরি, জুতা হার্ডওয়্যার, গুদাম ঘরসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল ও নগদ অর্থ আগুনে পুড়ে গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন অফিসার) মহরম আলী ঢাকা পোস্টকে বলেন, রাতে আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।