Saturday, March 15, 2025

ফেনীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত আমীর

আরও পড়ুন

ভারিবর্ষণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে ধেয়ে আসা পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে যায় ফেনীসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবছে ফেনী। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে বন্যা দুর্গত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ফেনী জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এ সময় আমীরে জামায়াত বিভিন্ন মানু্‌ষের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা এসে আশ্রয় গ্রহণ করেছেন তাদের সাথে দেখা করে খোজ-খবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ভারতে পালিয়েছেন বিপ্লব সরকার!

এসময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মু. ফখরুদ্দিন মানিক এবং জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত্ব আহ্বান জানান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ