Saturday, March 15, 2025

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা

আরও পড়ুন

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা হয়। এই অভিনেত্রী ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে ফেসবুকে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখানে শাতধিক সাংস্কৃতিকর্মীরা জড়ো হন। এছাড়াও সেখানে মিডিয়া কর্মীরাও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সবাইকে হুমকি দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। একের পর এক আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত সহশিল্পীরা সেখান থেকে সরিয়ে নেন।

আরও পড়ুনঃ  দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা

হামলার বিষয়ে রোকেয়া প্রাচী বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের ওপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম।

আ.লীগ এখন ডুবে যাওয়া জাহাজ : প্রিন্স
হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়। যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতকারী নন।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি ইমরানুল ইসলাম কালবেলাকে বলেন, রোকেয়া প্রাচীর উপর হামলা হয়েছে কি না বিষয়টি আমরা নিশ্চিত নই। তবে জানতে পেরেছি ধানমণ্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের কিছু ছেলে জড়ো হয়েছিল। পড়ে বিএনপির লোকজন তাদের ধাওয়া দিয়েছে।

আরও পড়ুনঃ  রাজাকারের দল তোরা, এই মুহূর্তে বাংলাদেশ ছাড়: শিক্ষামন্ত্রী

এর আগে রোকেয়া প্রাচী ঘোষণা প্রসঙ্গে ফেসবুকে লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ