Saturday, March 15, 2025

সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার মোহাম্মদ সাকিব ও একই এলাকার সাইফুল ইসলাম মানিক।

এর আগে রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে সোমবার রাতে ৭/৮ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেন তরুণী।

আরও পড়ুনঃ  পাল্টে যাচ্ছে দেশের নাম, থাকছে না ধর্মনিরপেক্ষতা

আনোয়ারা থানার ওসি মো. সোহেল আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। রোববার রাতে ওই তরুণ দেখা করতে আসলে স্থানীয় ৭-৮ জন যুবক তরুণকে আটক করে মোটারসাইকেল, মোবাইল ও টাকা হাতিয়ে নেয়। এরপর যুবকরা ঘরে ঢুকে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে কাউকে না বলতে হুমকিও দেয়।

সোমবার সকালে তরুণী তার বড় বোনকে জানালে তিনি স্থানীয়দের কাছে বিচার দাবি করেন। পরে থানায় মামলা করলে সোমবার রাত ১০টার দিকে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুনঃ  আমার মৃত্যুর জন্য আমার বড় বড় স্বপ্নগুলোই দায়ী: তরুণীর চিরকুট

ওসি সোহেল আহমেদ বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তরুণী বাদী হয়ে মামলা করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ