Saturday, March 15, 2025

কেন নতুন কর্মসূচিতে অংশ নিতে চায় না আ. লীগের নেতাকর্মীরা?

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি হরতাল-অবরোধের ডাক দিয়েছে।

দাবি আদায়ের লক্ষ্যে পহেলা ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহব্যাপী সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ-সমাবেশ আয়োজনের পরিকল্পনাও জানিয়েছে দলটি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে আওয়ামী লীগের নেতাকর্মীদের এ বিষয়ে ভাবনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেছেন, “জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।”

আরও পড়ুনঃ  এমপি থেকেও সরে দাঁড়াতে হবে টিউলিপকে

দলটি এমন সময় এই কর্মসূচি নিয়েছে, যখন শীর্ষ থেকে তৃণমূলের বেশিরভাগ নেতাই হয় কারাগারে, নয়তো পলাতক রয়েছেন।

গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মামলা-হামলার ভয়ে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচি, বিশেষ করে হরতাল-অবরোধকে ঘিরে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

অনেক নেতাকর্মী মনে করছেন, নতুন কর্মসূচি তাদের জন্য বিপজ্জনক। তারা বলছেন, কেন্দ্রীয় নেতারা কর্মসূচি ঘোষণা করলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীরাই গ্রেফতার-নির্যাতনের শিকার হচ্ছেন। কেউ কেউ এ অবস্থায় কর্মসূচিতে অংশগ্রহণ করতে আপত্তি জানিয়ে বলেছেন, সিনিয়র নেতারা আগে মাঠে নামলে তারা সমর্থন করবেন।

আরও পড়ুনঃ  বিজিবিকে গুলি করার নির্দেশের অভিযোগ, কী বললেন রনি?

তবে কিছু নেতাকর্মী কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন, এটি দলের মনোবল ও চাঙ্গাভাব বাড়াবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ