Saturday, March 15, 2025

পবিত্র শবে মেরাজ রাতে কী ইবাদত করবেন

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ আজ। এই মহিমান্বিত রাতে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদত-বন্দেগি করবেন। এ রাতে আল্লাহর কাছে রহমত, মাগফিরাত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করতে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, ঘরে বা ইসলামিক প্রতিষ্ঠানে বিশেষ ইবাদতের আয়োজন করেন।

এবিষয়ে জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেন, মেরাজ হয়েছে নবীজির হিজরতেও আগে। এরপর তিনি প্রায় ১১ বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় জুড়ে তিনি কখনো মেরাজ দিবস বা মেরাজ রজনী পালন করেননি।

আরও পড়ুনঃ  বায়তুল মোকাররমের নতুন খতিবকে নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

তিনি আরো বলেন, প্রতিবছর একটা বিশেষ দিনকে শবে মেরাজ উদযাপন করা,রাতভর বিশেষ ইবাদত করা অথবা দিনভর রোজা রাখার কথা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমার মেরাজ থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করবো। মেরাজ থেকে আনিত নামাজ যথোপযুক্ত আদায় করবো, এর বাইরে কেউ ইবাদত করতে চাইলে অন্য সময়ের মতো রাতভর ইবাদতের মতো এই রাতেও করতে পারবেন। কিন্তু মেরাজকে কেন্দ্র করে কোন নামাজ বা রোজা কোন বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা

শায়খ আহমাদুল্লাহ বলেন, মুসলমানের কর্তব্য হলো পবিত্র কোরআনের আদেশ নিষেধ মান্য করা। সেই সাথে নবীর সুন্নাত বাস্তবায়ন করা। মনগড়া কোন আমল করলে সওয়ার তো হবেই না উল্টো গুনাহ হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ