Saturday, March 15, 2025

ঢাকা অবরোধের ঘোষণা দিয়ে কী বললেন ৭ কলেজের শিক্ষার্থীরা?

আরও পড়ুন

রাজধানীর নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। এদিকে, এ ঘটনার পর ঢাবির সহ-উপাচার্যের বহিষ্কারসহ কয়েকটি দাবিতে রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধ

পাঁচ দফা দাবি নিয়ে রোববার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কার্যালয়ে যান সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল। এসময় ‘খারাপ ব্যবহার করে’ এবং কথা না বলেই মামুন আহমেদ তাদের বের করে দেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের বাসভবনের দিকে।

আরও পড়ুনঃ  ‘শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে’

নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট-পাটকেল নিক্ষোপ ও অগ্নি সংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। যোগ দেয় চার প্লাটুন বিজিবি।

পরে এক সংবাদ সম্মেলনে, সহ-উপাচার্যের বহিষ্কারের দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের পাচার টাকা ফেরাতে সম্মত আইএমএফ ও বিশ্বব্যাংক

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেয়ার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তা করেনি। উল্টো ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি। সবশেষ ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন। এর প্রতিবাদে আমরা নীলক্ষেত তোরণের নিচে অবস্থানকালে কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।’

আরও পড়ুনঃ  টাকার জাজিমে ঘুমাতেন আমু

সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়ে আব্দুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মামুন আহমেদের বিচার করতে হবে।’

এসময়, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকাল ৯টা থেকে ঢাকা শহরের ৭টি পয়েন্ট অবরোধ করা হবে বলে জানান তিনি। বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন। সব দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানানো হয়।

এদিকে, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার জেরে সোমবার সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাত কলেজেরও এদিনের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ