Saturday, March 15, 2025

১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না, ৫ কোটি টাকা বাজেট নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

আরও পড়ুন

ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের তালিকার কাজ চলমান থাকায় আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যার শহিদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না। তারিখ পরে ঠিক হবে। স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ৫ কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে, সারা দেশ থেকে আসা শহিদদের পরিবারের থাকা-খাওয়ার খরচ এর মধ্যে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  বার কর্তৃপক্ষের সাথে যুবলীগ-ছাত্রলীগের লোকজনের হাতাহাতি ও ভাঙচুরের অভিযোগ

তিনি জানান, জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন ৯৮ জন। সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা।

নাহিদ ইসলাম আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের তালিকা করছে, আজকে পর্যন্ত নিহত ৭২৮ জনের তালিকা এসেছে। আহত হয়েছেন ২০ হাজার ২৬৩ জন। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভার তারিখ ঠিক করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ