Saturday, March 15, 2025

ন্যূনতম সংস্কারের জন্য ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরের

আরও পড়ুন

ন্যূনতম সংস্কারের জন্য সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। পাশাপাশি ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত।’

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের বর্তমান কর্মসূচি নিয়ে যা বললেন সাদ্দাম

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে। আমরা মনে করি, এমন একটি নির্বাচন হওয়া প্রয়োজন যে নির্বাচনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রত্যেক ভোটার তার ভোট দিতে পারবে।’

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রবাসীদের বড় অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই আন্দোলন ও দেশ গড়ায় প্রবাসী ভাইদের অবদান অস্বীকার করতে পারব না। তাদের বিশাল অবদান রয়েছে।’

শফিকুর রহমান বলেন, ‘বল্লামুখা বাঁধ নিয়ে সরকার শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের পথে হাঁটুক। শুধু এ বেড়িবাঁধ নয়, পুরো নদীজুড়ে যে ব্লকগুলো দেওয়া হয়েছিল সেগুলো পড়ে গেছে। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। যদি দুর্নীতি না হতো, বছর বছর যে বাজেট হয়েছে তা কাজে লাগতো তাহলে মানুষের এ দুঃখ দূর হয়ে যেতো।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ