Saturday, March 15, 2025

জামায়াতের ওপর হাত দেওয়ার ৭ দিনেই আল্লাহ তাকে নিষিদ্ধ করেন: গোলাম পরওয়ার

আরও পড়ুন

গত ১৬ বছরে বাংলাদেশ একটি কালো অধ্যায় অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা।

তার সরকার আইন করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহ বেশি সময় দেননি। জামায়াত-শিবিরের ওপর হাত দেওয়ার মাত্র সাত দিন পরই আল্লাহ তাকে নিষিদ্ধ করেন এবং জামায়াত-শিবিরকে সম্মানিত করেন।

সোমবার (২২ জানুয়ারি) সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত তালা উপজেলা জামায়াতের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  দল থেকে হোক অথবা স্বতন্ত্র, আগামী নির্বাচনে অংশ নেব

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে দেশে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছিল, যা জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার হরণ করেছে।

তিনি আরও বলেন, যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জামায়াতের আমীরকে সেনাপ্রধান আমন্ত্রণ জানিয়ে বঙ্গভবনে নিয়ে গেছেন। আল্লাহ আমাদের মর্যাদায় উত্তীর্ণ করেছেন। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এখন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।

গোলাম পরওয়ারের মতে, বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নির্মিত হবে। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ