Saturday, March 15, 2025

একমাসে যদি সব কিছু হয়ে থাকে, ১৬ বছর তাহলে আমরা কী করেছি?

আরও পড়ুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা এক মাসেই সব কিছু করেছেন এমনটা ভাবছেন, তাহলে গত ১৬ বছর আমরা (বিএনপি) কী করেছি ? সেটা মনে রাখবেন। তিনি বলেন, বিএনপি নেতা এম ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলম সহ দুই হাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী গুম, খুন ও নিখোঁজ হয়েছেন। ১৬ বছর হামলা মামলা নির্যাতন সহ্য করে রাজপথে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। কাজেই বিএনপি সম্পর্কে ভেব চিন্তে কথা বলবেন।

আরও পড়ুনঃ  জানা গেল জেলা ও মহানগরী জামায়াত আমিরদের নাম

আজ সোমবার ২৭ জানুয়ারি রাতে রংপুর জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদু।রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।

সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিএনপির যারা অপকর্মে যুক্ত হচ্ছেন, তাদের কী বার্তা দিলেন রুমিন ফারহানা

বিশেষ অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশেকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ